
চারপাশ থেকে ছোট-বড় মিছিল নিয়ে এসে শাহবাগে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা। রোববার (৪ আগস্ট) সকাল ১০টা থেকেই মিছিল নিয়ে শাহবাগে আসতে থাকে লোকজন।
বেলা ১১টার কিছু আগে ছাত্রলীগের কিছু নেতাকর্মী শাহবাগে অবস্থান নিতে গেলে আন্দোলনকারীরা ধাওয়া দিলে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে অবস্থান নেন। পরে সেখান থেকে সরে যান তারা।