
|| সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ||
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা ৯ মাস ধরে বেতন-ভাতা ও বোনাস পাচ্ছেন না। ফলে চরম মানবেতর জীবন-যাপন করছেন তারা। একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, গত ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত মোট ৯ মাস বেতন থেকে বঞ্চিত। পাচ্ছেন না এ ঈদের বোনাসও। এ উপজেলার ৪৮ টি কমিউনিটি ক্লিনিকে ৪৫ জন হেলথ প্রোভাইডার (সিএইচসিপি) কর্মরত আছেন।
উপজেলার ধানগড়া ইউনিয়নের বাশুড়িয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মানবিক কাজল দাস বলেন, প্রতিটি ক্লিনিকে প্রতি দিন ৫০- ৬০ জন সাধারণ রোগীকে ওষুধ, চিকিৎসা ও স্বাস্থ্য সেবা দেওয়া হয়। ৪৮ টি কমিউনিটি ক্লিনিকে প্রতি দিন ২ হাজার থেকে ২ হাজার ৫ শত জন রোগীকে সকাল ৯ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। প্রসব পুর্ববর্তী – পরবর্তীসহ শিশুদেরও চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে। গ্রামীণ জনগোষ্ঠীর দৌড় গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে ১৯৯৬ সালে এই ক্লিনিক প্রতিষ্ঠিত হয়। অথচ মানব সেবায় নিয়োজিত স্বাস্থ্য কর্মীরা (সিএইচসিপি) বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন-যাপন করছেন। হচ্ছে না এই ঈদে পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার সুযোগও।
কমিউনিটি হেলথ ক্লিনিক এসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ১৪ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অপারেশন প্লানের মাধ্যমে পরিচালিত হতো। ১৫ ডিসেম্বর ২০২৪ সাল হতে কমিউনিটি স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে। কিন্তু বিগত ৯ মানুষ ধরে বেতন-ভাতা না পেয়ে অসহোনীয় মানবেতর কালাতিপাত করছি আমরা। তিনি দ্রুত বেতন-ভাতাসহ সকল সুযোগ-সুবিধা প্রদানের দাবি জানান।
