বৃহস্পতিবার, নভেম্বর ১৩

৯ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের মুসা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনায় মাত্র নয় মাসে পবিত্র কোরআনুল কারিম হিফজ করে সবাইকে অবাক করে দিয়েছে ৯ বছরের মুস্তাকিম বিল্লাহ মুসা। অল্প সময়ের এই অসাধারণ অর্জনে উচ্ছ্বসিত তার শিক্ষক, অভিভাবকসহ এলাকাবাসী।

জানা যায়, মুস্তাকিম বিল্লাহ মুসা নগরীর তানযীমুল উম্মাহ প্রি-হিফয মাদরাসার হিফয বিভাগের শিক্ষার্থী। মাত্র ৯ মাস ২১ দিনে তিনি পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেন। মুসা মহানগরীর ডালমিল মোড় এলাকার ৪২বি কে. রায় রোডের বাসিন্দা— শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পিরোজপুরের সহকারী প্রকৌশলী (সিভিল) মো. মোস্তাফিজুর রহমান ও জাকিয়া জান্নাত আরার ছোট ছেলে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় তানযীমুল উম্মাহ প্রি-হিফয মাদরাসা প্রাঙ্গণে মুসার শেষ সবক ও পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার শাখা প্রধান হাফেয ইমরান খালিদ। প্রধান অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর ও খুলনা জোন ইনচার্জ আ খ ম মাসুম বিল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার সহকারী শিক্ষক শাহিন মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ মাদরাসা খুলনা শাখার প্রিন্সিপাল ইনচার্জ জনাব আরিফুল্লাহ, হাফেয জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর হোসাইন, হাফেয সাইফুল্লাহ, মুসার বাবা-মা সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *