বুধবার, জুলাই ২৩

৮ দফা দাবিতে ইসলামী মটর শ্রমিক আন্দোলনের মানববন্ধন

|| নিজস্ব প্রতিনিধি ||

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী মটর শ্রমিক আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নিরাপদ সড়ক ও মোটর শ্রমিকদের অধিকার আদায়ে ৮ দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকেল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে মোটর শ্রমিক নেতা মোঃ মাসুদুল ইসলাম বলেন, বাংলাদেশের প্রতিটি সড়কে চাঁদাবাজিতে অতিষ্ঠ মটর শ্রমিকরা, চাঁদাবাজির সাথে সাথে হামলা এবং হেনস্তার শিকার হচ্ছে প্রতিনিয়ত। এছাড়াও অন্য আরেক শ্রমিক নেতা মোঃ মনির বলেন, সড়কে বিশেষ করে পুলিশের অবৈধভাবে হয়রানি বন্ধ করতে হবে, এছাড়াও মালিকপক্ষ আট ঘন্টার বেশি ডিউটি করালে ওভারটাইম নিশ্চিত করতে হবে।

দফাগুলো হলো_

১) বাংলাদেশের প্রতিটি সড়কে সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং যেসকল স্থানে চাঁদাবাজরা মোটরচালক শ্রমিকদের ওপর হামলা ও হেনস্তা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। সড়ক দূর্ঘটনার প্রেক্ষিতে যানবাহন ভাঙচুর, চালক ও স্টাফদের মারধর করতে পারবে না, সে আইনী ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করতে হবে।

২) মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি ও অবৈধ যানচলাচল বন্ধের জন্য দ্রুততম পদক্ষেপ গ্রহন করতে হবে।

৩) যানযট নিরসনে চাঁদাবাজ বা দখলদার কর্তৃক সড়কের মধ্যে দোকানসমূহ দখল মুক্ত করতে হবে।

৪) জনসাধারণ, যাত্রী পরিবহন ও মালামাল রক্ষার্থে সড়কে ছিনতাই ও ডাকাতি বন্ধ করার লক্ষ্যে হাইওয়ে প্রশাসনিক নিরাপত্তা জোরদার নিশ্চিত করতে হবে।

৫) সড়কে যানবাহনের কাগজপত্র চেক করার নামে হাইওয়ে পুলিশ কর্তৃক চাঁদাবাজী অবিলম্বে বন্ধ করতে হবে এবং বিগত এই সকল অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় এনে তা মিডিয়ায় প্রকাশ করতে হবে।

৬) সকল মোটরচালক শ্রমিকের লাইসেন্স এর ধরন অনুযায়ী নিয়োগপত্র প্রদানের সময় সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতন প্রদান করতে হবে এবং চালক সহকারীর সর্বনিম্ন ১৫ হাজার টাকা প্রদান করতে হবে। চালক ও সহকারীর জন্য ডিউটি সময় ৮ ঘন্টা ও ওভার টাইম এর পারিশ্রমিক ঘন্টা প্রতি অতিরিক্ত ৩ গুণ প্রদান করতে হবে। এর পাশাপাশি দুই ঈদ বোনাস ফুল প্রদান করতে হবে।

৭) ২০১৮ সালের সড়ক পরিবহন আইন সংস্কার, শ্রমিক ইউনিয়ন, ফেডারেশন, বিআরটিএ এর কর্মকর্তাদের সম্পদের হিসাব ও বিচার করতে হবে। চালকের দোষসূচক মামলার জরিমানা পরিমাণ সর্বোচ্চ ৫০০ টাকা করতে হবে।

৮) সড়ক দূর্ঘটনায় মোটর শ্রমিকদের জন্য বর্তমানে ট্রাস্টি বোর্ড থেকে চিকিৎসাক্ষেত্রে ১ লক্ষ টাকা, অঙ্গহানি বাবদ ৩ লক্ষ টাকা এবং মৃত্যু বাবদ ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। কিন্তু এখন থেকে চিকিৎসাক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা, অঙ্গহানি বাবদ ৩০ লক্ষ টাকা এবং মৃত্যু বাবদ ৫০ লক্ষ টাকা আর্থিক সহায়তা সহজতম উপায়ে হেনস্তাবিহীন প্রদান করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *