
|| নিউজ ডেস্ক ||
জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী পাঁচ বছরে ৫ কোটি রেইনট্রি রোপণ করা হবে। খুলনায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তিতে বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে এ কথা বলেন তিনি। এ ছাড়া ক্ষমতায় গেলে খেলাধুলাকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করারও ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
সোমবার (২ ডিসেম্বর) খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে খুলনা বিভাগীয় বিএনপি।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়ার সেলের আহ্বায়ক ড. মওদুদ আলমগীর পাভেল, বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ।