
|| রাফসানুল আলম চৌধুরী | চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ||
দীর্ঘদিন ধরে আটকে থাকা মৎস্য ক্যাডারের ৩৯৫টি পদের পূর্ণাঙ্গ অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে আজ একযোগে দেশের সব বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ শিক্ষার্থীরা একত্রিত হয়ে কর্মসূচি পালন করেছে। পূর্বঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)-এর শিক্ষক ও শিক্ষার্থীরা নগরীর গুরুত্বপূর্ণ স্থান চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মেইন গেইটের সামনে দুপুর ১২টায় মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষিকা নাঈমা ফেরদৌসী হক বলেন, “মাৎস্যবিজ্ঞানে প্রতিবছর হাজারো গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে, যারা দেশের এই গুরুত্বপূর্ণ খাতকে এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ। এই সেক্টর উন্নয়নে মূল ভূমিকা রাখবে ফিশারিজ গ্র্যাজুয়েটরাই। তাই দ্রুত অর্গানোগ্রাম বাস্তবায়ন সময়ের দাবিতে পরিণত হয়েছে।”
ফিশ বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মহিউদ্দিন জাহাঙ্গীর বলেন, “প্রতিটি উপজেলায় প্রাণীসম্পদ বিষয়ে তিনটি পদ থাকলেও ফিশারিজ সংশ্লিষ্ট মাত্র একটি পদ রয়েছে। অবিলম্বে এই সংখ্যাকে সমতা এনে ২০১৫ সালের প্রস্তাবিত ৩৯৫টি পদের অর্গানোগ্রাম বাস্তবায়ন করতে হবে।”
মানববন্ধনের প্রধান অতিথি, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. শেখ আহমেদ আল নাহিদ জানান, “ফিশারিজ অনুষদের ন্যায্য অধিকার আদায়ে আমরা ২০০০ সাল থেকেই আন্দোলন চালিয়ে আসছি। শিক্ষার্থীদের চলমান যৌক্তিক দাবির সঙ্গে আমরাও একমত। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে ২০১৫ সালের প্রস্তাবিত ৩৯৫টি মৎস্য ক্যাডার পদ এবং দশম গ্রেডে উপজেলা সহকারী মৎস্য অফিসার নিয়োগ দ্রুত বাস্তবায়ন করা হয়।”