
|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি ||
ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের বিবৃতিতে বলা হয়েছে আজ ২২ নভেম্বর শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে আবারও ভূমিকম্প অনুভূত। এই কম্পন রেকর্ড করা হয়, রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৩.৩। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের চব্বিশ ঘণ্টা না পেরোতেই আবারও গাজীপুর বাইপাইল এলাকায় ৩.৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, ‘এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল বাইপাইলে।’
এর আগে গতকাল সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে মাধবদীতে ৫.৭ সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
বিশেষজ্ঞদের মতে, এই ছোট ছোট ভূমিকম্পন বড় ধরণের ভূমিকম্পের সতর্ক সংকেত।
