সোমবার, নভেম্বর ৩

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের; এ সময়ে হাসপাতালে ভর্তি ৯৪২

|| নিউজ ডেস্ক ||

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরো চারজন। এ সময়ে এই রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪২ জন।

সোমবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

দেশে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬০ হাজার ৭৯১। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪৯ জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হন এক লাখ এক হাজার ২১৪ জন। আর ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।

তাই, ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়িসহ আশপাশ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *