
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||
আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করার লক্ষে প্রচারণা মিছিল করেছে সংগঠনটির সিরাজগঞ্জ শহর শাখা। আজ শনিবার (১২ জুলাই) বাদ আসর সিরাজগঞ্জ শহরে এই প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলামের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট সাইদুল ইসলাম, শহর শিবিরের সভাপতি ছাত্রনেতা এস এম শামীম রেজা।

মিছিলটি শহরের দরগা পট্টি থেকে শুরু হয়ে চৌরাস্তা এস এস রোড হয়ে দরগা পট্টি এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশের প্রধান অতিথি অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, আগামী ১৯ জুলাই ঢাকার সমাবেশ হবে বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় সমাবেশ। দেশবাসী দেখবে জামায়াত ইসলাম একটি সুশৃংখল রাজনৈতিক দল, এদের দাঁড়াই এদেশ নিরাপদ। তিনি আগামী সমাবেশে সকলকে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানান এবং সেই সাথে সারাদেশের সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে দেশবাসীকে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন।