বৃহস্পতিবার, অক্টোবর ৯

হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি; নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দুধকুমার, ফুলকুমারসহ উপজেলার সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। টানা বৃষ্টিতে খাল বিল পানিতে টইটম্বুর হয়ে গেছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ৬ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত ১২ ঘণ্টায় দুধকুমার নদের পানি পাটেশ্বরী সেতু পয়েন্টে ২৯ সে. মিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২১ সে. মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী অববাহিকার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

কুড়িগ্রাম পাউবো জানায়, বুধবার (১৩ আগস্ট) সকাল ৬ টা হতে থেকে বিকেল ৬ টা পর্যন্ত ১২ ঘণ্টায় দুধকুমার নদের পানি পাটেশ্বরী সেতু পয়েন্টে ২৯সে. মিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২১ সে. মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

দুধকুমার নদী পাড়ের বাসিন্দা ফরিদুল, জুলহাস ও চান মিয়া জানান, যে হারে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে তাতে দুই এক দিনের মধ্যে চরাঞ্চল পানিতে তলিয়ে যাবে। বন্যা হওয়ার আশঙ্কায় আছি। তারা জানান, উপজেলার চরাঞ্চলে বসবাসরত মানুষদের জন্য এ সময়টি চরম দুশ্চিন্তার। বন্যার পাশাপাশি নদীভাঙনের আতঙ্কে দিন কাটছে তাদের।

পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার জানান, যে হারে দুধকুমার নদের পানি বাড়ছে তাতে রাতেই কিছু এলাকা প্লাবিত হতে পারে। ইতিমধ্যে নদী তীরবর্তী এলাকার বেশ কিছু ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়েছে।

যা তাদের জীবন-জীবিকায় বড় ধরনের প্রভাব ফেলবে।
‎কুড়িগ্রাম পাউবোর উপ-পরিচালক মো. রাকিবুল হাসান বলেন, উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে জেলার সব নদ-নদীর পানি বাড়ছে। আগামী ২/৩ দিন পানি আরও বৃদ্ধি পেতে পারে। এতে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। স্থানীয়দের সতর্ক অবস্থানে থাকতে অনুরোধ জানানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *