
|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||
“হিমবাহ সংরক্ষণ” প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়ায় বিশ্ব পানি দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। অদ্য বুধবার (১৯ মার্চ) একশনএইড বাংলাদেশ ও উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) লোকাল রাইটস কর্মসূচি ৫২-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা সভা ও পুকুর পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিপাদ্য “হিমবাহ সংরক্ষণ” — মূলত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নিরাপদ পানির ভবিষ্যৎ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে।
এই আয়োজনে রিফ্লেকশন একশন সার্কেল সদস্যদের উদ্যোগে মোট ৩৪ জন নারী অংশ নেন। প্রধান আলোচক হিসেবে ছিলেন উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম এবং কেস ওয়ার্কার রিম্পা রানী।
তারা পানি সংরক্ষণ, নিরাপদ পানির অধিকার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন।
স্থানীয় গৃহিনী কল্যাণী রানী (৩৮) বলেন, “আগে পুকুরে পর্যাপ্ত পানি থাকত, মাছ পাওয়া যেত, গাছপালা ও পশুপাখিও ভালো থাকত। এখন পানির অভাবে এসব সমস্যা হচ্ছে। ধরলা নদীতেও পানি সংকট দেখা দিয়েছে। সরকার যদি সারা বছর পানি ধরে রাখার জন্য নদী ড্রেজিং করত, তাহলে আমাদের জন্য খুব উপকার হতো।”
স্থানীয় প্রবীণ ব্যক্তি মো. আব্দুল হামিদ (৬০) জানান,”নারীদের উদ্যোগে পুকুর পরিষ্কার করা প্রশংসনীয় কাজ। আমরা শিখেছি কীভাবে পানি সংরক্ষণ এবং পরিচ্ছন্নতার মাধ্যমে সুস্থ পরিবেশ নিশ্চিত করা যায়।”
একশনএইড বাংলাদেশ ১৯৮৩ সালে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় মোকাবিলার মাধ্যমে কাজ শুরু করে। বর্তমানে তারা লোকাল রাইটস কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, সক্ষমতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশ্ব পানি দিবস ২০২৫ উদযাপনের মাধ্যমে ফুলবাড়ী অঞ্চলের জনগণের মধ্যে বিশুদ্ধ পানি সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় সম্পদের সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে।
এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে স্থানীয়দের বিশ্বাস।