
|| নিজস্ব প্রতিবেদক ||
হিন্দু যুবক কর্তৃক ১৩ বছর বয়সী মাদ্রাসাছাত্রী ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান। শনিবার (১৮ অক্টোবর) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক যুক্ত বিবৃতিতে তারা এই প্রতিবাদ জানান।
নেতৃদ্বয় বলেন, হিন্দুত্ববাদী সন্ত্রাসী জয় ও তার সহযোগী লোকনাথ কালিয়াকৈরের মৌচাক মহিলা মাদ্রাসার ছাত্রী আশা মনি (১৩)-কে অপহরণ করে লোমহর্ষক ধর্ষণের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা আরো বলেন, এই লোমহর্ষক ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসী জয় ও লোকনাথসহ সকলকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
নেতৃদ্বয় বলেন, অতি দ্রুত তাদের আইনের আওতায় এনে বিচার না করলে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদের মুখে পড়বে সরকার।
নেতৃদ্বয় আরো বলেন, “সমাজে এ ধরনের জঘন্য অপরাধের পুনরাবৃত্তি রোধ করতে হলে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। ইসলামি সমাজব্যবস্থায় ধর্ষণ একটি ঘৃণ্য অপরাধ, যা মানবতার পরিপন্থী।”
জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রীর বয়স ১৩ বছর। গ্রামের বাড়ি কুড়িগ্রামে। মা-বাবা গার্মেন্টসে চাকরির সুবাদে গাজীপুরের মৌচাকে ভাড়া বাসায় থাকেন। দুই মাস আগে ভাড়া বাসা থেকে প্রতিবেশী সঞ্জিত বর্মন ও তার শ্যালক লোকনাথ চন্দ্র দাসের সহযোগিতায় ভাগিনা জয় কুমার দাস মেয়েটিকে অপহরণ করে লোকনাথের ভাড়া বাসায় নিয়ে যায়। পরে তাকে জোরপূর্বক লাগাতার তিনদিন ধর্ষণ ও শারীরিকভাবে পাশবিক নির্ঘাতন করে জয় কুমার দাস ও তার সাঙ্গপাঙ্গরা। ধর্ষণের শিকার ওই মাদরাসা ছাত্রীর কান্নাজড়িত একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
