
|| নিজস্ব প্রতিবেদক ||
প্রথমবারের মতো জামায়াতে ইসলামী হিন্দু সম্প্রদায়ের একজন নেতাকে মনোনয়ন দিয়েছে। খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিপক্ষের সাথে লড়বেন ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী।
বুধবার (৩ ডিসেম্বর) বিকালে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকালে কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।
ডুমুরিয়ার চুকনগর গ্রামের বাসিন্দা কৃষ্ণ নন্দী ২০০৫ সালে জামায়াতে ইসলামীতে যোগ দেন। বর্তমানে তিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু শাখার সভাপতি এবং স্থানীয় সনাতন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় কৃষ্ণ নন্দী বলেন, জামায়াত আমিরসহ উচ্চপর্যায়ের নেতারা আমার সঙ্গে একাধিকবার কথা বলেছেন। জানতে চেয়েছেন, আমি নির্বাচনে প্রার্থী হতে চাই কিনা। পরে তারা আমাকে খুলনা-১ আসনের প্রার্থী ঘোষণা করেছেন। আমি তাদের নির্দেশনা পেয়েছি। এলাকায় গিয়ে কাজ শুরু করব।
রাজনীতিতে জামায়াতকে বেছে নেওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, কঠোরভাবে আদর্শভিত্তিক জামায়াত হলো ন্যায়-সততার দল। এখানে দুর্নীতি নেই, চাঁদাবাজি নেই, মাদক নেই। শান্তি-সমৃদ্ধি আনার দল বলে আমি জামায়াতকে বেছে নিয়েছি। ২০০৫ সাল থেকে এটি করছি, হঠাৎ নয়।
গত এক বছর ধরে ডুমুরিয়া ও ফুলতলায় অনুষ্ঠিত কয়েকটি দলীয় সমাবেশে কৃষ্ণ নন্দীর উপস্থিতি এবং তৎপরতা স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের নজর কাড়ে। এসব সমাবেশে সনাতন ধর্মাবলম্বী নারী–পুরুষ নিয়ে তার অংশগ্রহণ নতুনমাত্রা যোগ করে। যে কারণে দলের নীতিনির্ধারকরা প্রার্থী হিসেবে তাকে বেছে নিয়েছেন বলে জানান জামায়াতের স্থানীয় এক নেতা।
খুলনা-১ আসনে তার মনোনয়নকে দলীয় পর্যায়ে একটি ‘ব্যতিক্রমী ও কৌশলগত সিদ্ধান্ত’ হিসেবে দেখা হচ্ছে।
