হিজরী নববর্ষ ১৪৪৬-কে স্বাগত জানিয়ে রাজধানীতে র্যালি করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। রবিবার (৭ জুলাই) বিকাল চারটায় রাজধানীর পল্টন এলাকায় এই র্যালি করে ছাত্রসংগঠনটি।

সংগঠনটির কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে আয়োজিত র্যালিটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে একই জায়গায় এসে শেষ হয়।

র্যালিতে হিজরি নতুন বছরকে স্বাগত জানিয়ে বিভিন্ন ধরনের ক্যালিওগ্রাফি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশও করেছে তারা। সমাবেশে হিজরি নববর্ষকে স্বাগত জানানোসহ মহররম মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনটির নেতৃবৃন্দ।