
|| আব্দুল হামিদ সরকার ||
হারমোনিয়ামের পাজরে,
হাত চাপে জোরে জোরে।
পাজর আঁচড়ে বাড়ায় শব্দ,
শিল্পীর গান কিযে মুগ্ধ ।
আমি তবলা,
কিযে অবলা।
হাতের তুড়ি,
বাজে চুড়ি।
শিল্পীর গানে,
আনন্দ বানে।
মোদের ভিন্ন হয় কি গান?
আমরাই গানের আসল প্রাণ।
সত্য বলে নহে গর্ব,
কেউ বোঝে না মোদের মর্ম।
লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ২২ জানুয়ারি, ২০২৫।