সোমবার, মার্চ ১৭

হলোখানায় টিসিবি পণ্য বিতরণে অনিয়ম: চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের চর সারডোব মৌজায় টিসিবির পণ্য বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ উঠেছে, বরাদ্দকৃত পণ্য গোপনে বিতরণ করে চেয়ারম্যান, মেম্বার ও ডিলার মিলে আত্মসাৎ করেছেন।

১৩ মার্চ ২০১৫ তারিখে ০৪ নং ওয়ার্ডের জন্য বরাদ্দকৃত পণ্য কার্ডধারীদের না জানিয়ে গোপনে বিতরণ করা হয়। স্থানীয়রা জানতে পেরে ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানের কাছে ব্যাখ্যা চাইলে তিনি সঠিক জবাব দিতে ব্যর্থ হন।

এলাকাবাসীর দাবি, এই অনিয়মের কারণে প্রকৃত কার্ডধারীরা তাদের প্রাপ্য পণ্য থেকে বঞ্চিত হয়েছেন। অভিযোগ রয়েছে, স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণের সময় চেয়ারম্যান অবৈধভাবে প্রত্যেকের কাছ থেকে ১০০ টাকা করে নিয়েছেন।

দেলওয়ার হোসেন, নওশাদ আলী, আফজাল হোসেন, নুর ইসলামসহ ১৫ জন অভিযোগকারী কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তারা সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এলাকাবাসী এখন জেলা প্রশাসনের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *