শুক্রবার, নভেম্বর ২২

হরগঙ্গা কলেজের শিক্ষার্থীরা আস সুন্নাহ ফাউন্ডেশনে দিলেন ৩ লাখ টাকা

‘মানুষ মানুষের জন্য’, ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’- এই মর্মবাণীকে বুকে ধারণ করে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়াতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য রোদ-বৃষ্টিতে ভিজে মানুষের দ্বারে দ্বারে ঘুরে অর্থ সংগ্রহ করেছেন মুন্সিগঞ্জের স্থানীয় সরকারি হরগঙ্গা কলেজের (এইচ এস সি-২০২৪) ব্যাচের শিক্ষার্থীরা।

টানা কয়েকদিনের নিরলস প্রচেষ্টায় সংগ্রহ হয়েছে সর্বমোট ৩ লাখ টাকা।

বুধবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীদের উপস্থিতিতে সংগ্রহকৃত এসব অর্থ গণনা শেষে ‘আস সুন্নাহ ফাউন্ডেশনে’র উদ্দেশে জমা দেওয়া হয় ইসলামী ব্যাংক মুন্সিগঞ্জ শাখায়।

এতে স্বস্তির হাসি ফুটে ওঠে শিক্ষার্থীদের চোখে মুখে। ছাত্র-ছাত্রীদের এমন প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন সমাজে নানা শ্রেণি পেশার সর্বস্তরের মানুষ।

এছাড়া ক্ষতিগ্রস্তদের জন্য কিছু করতে পেরে নিজেরাও আত্মতৃপ্তি পেয়েছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। পরে সরকারি হরগঙ্গা কলেজ প্রাঙ্গনে একত্রে মিলিত হয়ে দেশ প্রেমে নিজেদের নিয়োজিত রেখে আত্মত্যাগী হওয়ার আহ্বান জানান সবাই।

এসময় উপস্থিত ছিলেন- কলেজের এইচএসসি ২০২৪ ব্যাচের শিক্ষার্থী, সাঈদ খাঁন, আরাফাত মুন্সি, নাফী, আয়নাল, নাফিস, রাপা, সামী, নোহা, নিফাস ও খুশবুসহ আরও অনেকে।

বিষয়টি নিশ্চিত করে ইসলামী ব্যাংক মুন্সিগঞ্জ সদর শাখার ব্রাঞ্চ ম্যানেজার আলী আহমেদ ভূইয়া জানান, শিক্ষার্থীদের কাছ থেকে নগদ অর্থ (৩ লাখ টাকা) বুঝে নিয়ে ‘আস সুন্নাহ ফাউন্ডেশনে’র নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের হিসাব নাম্বারে জমা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *