
|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) | আলোকিত দৈনিক ||
২০২৬ সালের হজযাত্রীদের সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেল টেস্ট নিয়ে সৃষ্ট অবর্ণনীয় ভোগান্তি ও অব্যবস্থাপনা দূর করতে জরুরি পদক্ষেপ নিচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সারা দেশের হজযাত্রীদের নানামুখী সমস্যার সমাধান ও পরীক্ষার প্রক্রিয়া সহজীকরণের লক্ষ্যে আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া ‘আলোকিত দৈনিক’-এর সাথে আলাপকালে এই জরুরি বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেশের বিভিন্ন হাসপাতালে হজযাত্রীদের ভোগান্তির বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ হজযাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা এবং রিপোর্ট পেতে বিলম্ব হওয়ার মতো সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য আজকের এই বৈঠক আহ্বান করা হয়েছে।
জানা গেছে, আজকের বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি এবং প্রধান সরকারি হাসপাতালগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বৈঠকে হজযাত্রীদের জন্য হাসপাতালে পৃথক ‘ডেডিকেটেড বুথ’ স্থাপন, দ্রুততম সময়ে মেডিকেল রিপোর্ট প্রদান এবং ওয়ান-স্টপ সার্ভিস চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এ ছাড়া ভিড় কমাতে এলাকাভিত্তিক বুথ বাড়ানো বা নির্দিষ্ট সময়সূচী নির্ধারণের প্রস্তাবও আলোচনায় গুরুত্ব পাবে।
মন্ত্রণালয় সূত্রে খবর, বর্তমান পরিস্থিতিতে হজযাত্রীদের হয়রানি কমাতে এবং নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন করতে হাসপাতালগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হতে পারে। বিকেল নাগাদ এই বৈঠক শেষ হলে হজযাত্রীদের ভোগান্তি লাঘবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন গাইডলাইন বা নির্দেশাবলী জারি করা হবে বলে আশা করা হচ্ছে।
