সোমবার, নভেম্বর ৩

স্যার সৈয়দ দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে ইউআইটিএস ভিসির অংশগ্রহণ

|| নিজস্ব প্রতিবেদক ||

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমদ খানের ২০৮তম জন্মবার্ষিকী উদযাপন করছে আলিগড় ওল্ড বয়েজ এসোসিয়েশন অব বাংলাদেশ। গত ১৭ অক্টোবর ২০২৫ রাজধানীর গুলশান ক্লাবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে “স্যার সৈয়দ দিবস ২০২৫” উদযাপন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। তিনি ভারত উপমহাদেশে স্যার সৈয়দ আহমদ খানের মুসলিম রেনেসাঁয় অবদান তুলে ধরেন। তাঁর ধারাবাহিকতায় বর্তমান সমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে একটি মানবিক সমাজ গঠনের আহ্বান জানান।

সন্ধ্যার সূচনা হয় সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া-এর উষ্ণ স্বাগত বক্তব্যের মাধ্যমে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী, যিনি স্যার সৈয়দের শিক্ষাদর্শের আধুনিক প্রাসঙ্গিকতা তুলে ধরেন।

আলিগড় ওল্ড বয়েজ এসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপক ড. রেজওয়ান হোসেন ভূঁইয়া-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও লুমোস কর্পোরেট অ্যাডভাইসরি-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব জাকির ইবনে হাই। তিনি স্যার সৈয়দের সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি ও মানবিক মূল্যবোধ ধারণের আহ্বান জানান।

অনুষ্ঠানে ইউআইটিএস-এর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ ও আইন বিভাগের প্রভাষক জনাব মোঃ রাহুল হাসান জয়-সহ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, শিক্ষাবিদ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে শিক্ষা ও সমাজ সংস্কারে স্যার সৈয়দের অনন্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *