
|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোক পালন করেছে টিএমএসএস ফুলবাড়ী শাখা। এ ঘটনায় পথচারীসহ স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) টিএমএসএস ফুলবাড়ী শাখা ২ ও ৩ এর কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে কার্যক্রম পরিচালনা করা হয়। পথচারীরা বিষয়টি নজরে আনলে অনেকে ক্ষোভ প্রকাশ করেন এবং টিএমএসএস কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ তোলেন।
মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, “স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে তারা দিনটিকে শোক দিবসের রূপ দিয়েছে। এত বড় প্রতিষ্ঠানের এমন ভুল মেনে নেয়া যায় না। এটা আমাদের জাতীয় চেতনায় আঘাতের শামিল।”
টিএমএসএস ২ শাখার ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক জানান, “৩ শাখার ব্যবস্থাপক ইমরান ইন্টারনেট সার্চ করে দেখে নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ীই আমরা পতাকা অর্ধনমিত রেখেছি।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা দাবি করেছেন, এমন দায়িত্বহীনতার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ স্বাধীনতা দিবসের মর্যাদাহানিকর কাজ করার সাহস না পায়।