শুক্রবার, আগস্ট ১

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ

|| নিউজ ডেস্ক ||

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সংস্কার কমিটির প্রথম সভা প্রত্যাখ্যান করে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন তারা। এতে এই সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার পর ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে সড়ক অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছেন, তারা সাত কলেজের শিক্ষার্থীরা একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে রয়েছে। প্রাথমিক পর্যায়ে তারা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একটি কমিশন গঠনের দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকার সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনের লক্ষ্যে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে। এটি হাজার হাজার শিক্ষার্থীর দাবির সংঙ্গে উপহাস।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ‘অধিভুক্তি নাকি মুক্তি, মুক্তি, মুক্তি’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, মানি না, মানব না’, ‘আর নয় দাসত্ব, হতে চাই স্বতন্ত্র’, ‘ঢাবির জায়গায় ঢাবি থাক, সাত কলেজ মুক্তিপাক’, ‘নিপীড়ন নাকি অধিকার, অধিকার, অধিকার’, ‘প্রশাসনের প্রহসন, মানি না মানব না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর অবস্থা রুখতে সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এ পরিস্থিতিতে যানজট নিরসনে ভূমিকা রাখতে সাত কলেজ শিক্ষার্থীদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস ও ঐতিহাসিক ভবন সংরক্ষণ প্রকল্প পরিদর্শন শেষে সংবাদিকদের তিনি এসব কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *