
|| আব্দুল হামিদ সরকার ||
স্কুল, স্কুল, স্কুল,
হেথায় ফোটে সভ্যতার ফুল।
মুল্যবোধ, মনুষ্যত্ব, সুশিক্ষা,
স্কুলে নিবো এসবের দীক্ষা।
স্কুল, স্কুল, স্কুল,
শুধরে নিবো সকল ভুল।
বিনয়ী, অনুগত, ব্যক্তিত্ব,
অর্জন করবো মেধা কৃতিত্ব।
স্কুল, স্কুল, স্কুল,
শিক্ষা শান্তির উৎস মূল।
সুস্থ, মস্তিষ্ক, মানবিকতা,
চূর্ণ হোক হিংসা দাম্ভিকতা।
স্কুল, স্কুল, স্কুল,
সাম্য, সম্প্রীতির সংযোগ পুল।
লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ২৩ জানুয়ারি, ২০২৫।