
|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট দ্বি-মুখী দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও শ্রেণীকক্ষে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাহাট কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব বাবুল আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আবুল হোসেন ব্যাপারী, ভূরুঙ্গামারী উপজেলা জামাতের আমীর জনাব আনোয়ার হোসেনসহ অনেকে। এছাড়া সমাবেশে অসংখ্য অভিভাবকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সমাবেশে বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের সুপার জনাব আব্দুল গফুর, এবতেদায়ী শিক্ষক জনাব আরিফুজ্জামান আশিক, সহকারী শিক্ষক জনাব আফরোজা খাতুন, জনাব সাহেব আলী, সহকারী সুপার জনাব রফিকুল ইসলাম, প্রতিষ্ঠানের সভাপতি জনাব জাহান আলী, বিশেষ অতিথি জনাব আবুল হোসেন ব্যাপারী এবং উপস্থিত কতিপয় অভিভাবক।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি, শৃঙ্খলা ও মনোযোগী অধ্যয়ন নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় সন্তানদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়া এবং ঘরে পড়াশোনার পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা শেষে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিকতা চর্চা ও মাদ্রাসার সুনাম অক্ষুণ্ণ রাখতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।