
|| স্পোর্টস ডেস্ক ||
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া-ভারত। দুই দলেরই রয়েছে দুইটি করে শিরোপা। এছাড়া বর্তমানে আইসিসির অন্যান্য ফরম্যাটের বৈশ্বিক টুর্নামেন্টেও এই দুই দেশ দাপট দেখিয়েই চলেছে। চলমান চ্যাম্পিয়নস ট্রফিতেও এই দুই দলকে ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছিলো, ধারণা করা হচ্ছিলো আসরের ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল। তবে ফাইনাল নয় ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হতে যাচ্ছে সেমিফাইনালেই। যেখানে ফাইনালে ওঠার লড়াইয়ে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া।