
|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি | বিনোদন ডেস্ক ||
সম্প্রতি সারাদেশে একযোগে মুক্তি পেয়েছে ‘বেহুলা দরদী’। ইতিমধ্যে বেশ দর্শকপ্রিয় হয়ে উঠেছে ছবিটি। আলোকিত দৈনিকের হয়ে কথা বলেছিলাম ছবিটির প্রযোজক জাহিদ ইসলামের সাথে।
তিনি একজন স্বনামধন্য ব্যবসায়ী। জেড এস গ্রুপের ‘ম্যানেজিং ডিরেক্টর’। সম্প্রতি তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ‘উৎসব অরিজিনালস’ থেকে সারাদেশে একযোগে মুক্তি পেয়েছে লোকসংস্কৃতি নির্ভর চলচ্চিত্র ‘বেহুলা দরদী’। সবুজ খান পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু এবং সংগীত পরিচালনায় নির্ঝর চৌধুরী।
আলোকিত দৈনিক: একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েও চলচ্চিত্র অঙ্গনে বড় ধরনের বিনিয়োগ করতে আগ্রহী হলেন কেন?
জাহিদ ইসলাম: প্রথমত মিডিয়া অঙ্গনের প্রতি আলাদা একটা ভালোবাসা রয়েছে। দ্বিতীয়ত বাংলাদেশের সংস্কৃতিকে বহির্বিশ্ব ছড়িয়ে দিতে চাই। আমি যদিও এই জগতের মানুষ নই, তবুও ছোটবেলা থেকেই এই মাধ্যমের প্রতি একটা আকর্ষণ কাজ করতো। আর এখন আমার উসিলায় যদি এই জগতের কিছু মানুষের কর্মসংস্থান হয়, সেটা আমার জন্য আত্মতৃপ্তির একটা ব্যাপার।
আলোকিত দৈনিক: কাজ করতে এসে কি কি অসুবিধার সম্মুখীন হয়েছেন?
জাহিদ ইসলাম: অসুবিধার কথা বলতে গেলে অনেক। আমার কাছে মনে হয়েছে আমাদের মানুষদের আরো বেশি প্রফেশনাল হওয়া দরকার এবং দক্ষ জনবলের অভাব রয়েছে। সততার অভাবও দৃশ্যমান।
আলোকিত দৈনিক: চলচ্চিত্র নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী?
জাহিদ ইসলাম: ‘বেহুলা-দরদী’ আমার প্রযোজিত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র। এর মধ্য দিয়েই আমার প্রতিষ্ঠান ‘উৎসব অরিজিনালস’ যাত্রা শুরু করল। ইচ্ছা আছে এখান থেকে সামনে আরো ভাল সুস্থ ধারার কিছু চলচ্চিত্র, নাটক, সিরিজ নির্মাণ করা।
আলোকিত দৈনিক: প্রিয় পোশাক, খাবার, অভিনেতা, অভিনেত্রী, সিনেমা সম্পর্কে কিছু বলবেন?
জাহিদ ইসলাম: পাঞ্জাবি, দেশীয় খাবার, শাহরুখ খান, কারিনা কাপুর, মানি হেইস্ট।
আলোকিত দৈনিক: চলচ্চিত্রের কাজ করতে গিয়ে স্মরণীয় মূহুর্ত কী?
জাহিদ ইসলাম: শুটিংয়ের মধ্যে দর্শকদের সেলফি বিড়ম্বনা। কারণ দর্শক মনে করেছিল আমিই হিরো। অনেকে এসে ভিড় করে ছবি তুলছিল।
আলোকিত দৈনিক: এ সময়ের চলচ্চিত্রের গান নিয়ে আপনার অভিমত কী?
জাহিদ ইসলাম: এখন তো খুব ভাল কাজ হচ্ছে চলচ্চিত্র অঙ্গনে। নতুন নতুন সব কণ্ঠ নিয়ে নিরীক্ষামূলক কাজের দিকে পরিচালক, প্রযোজকেরা আগ্রহী হচ্ছে। আমার মনে হয় এই ইতিবাচক পরিবর্তনে ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব কনটেন্টগুলো প্রধান ভূমিকা রেখেছে।
