শনিবার, জুলাই ৫

সুরমা সমাজ উন্নয়ন সংস্থা বদলগাছীর উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

|| মোঃ সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||

“টেকসই ভবিষ্যৎ গড়ি ১৭টি লক্ষ্য অর্জন করি “এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও সুরমা সমাজ উন্নয়ন সংস্থা বদলগাছীর উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকেল ৪ টায় সংস্থাটির কার্যালয় বদলগাছী হাটখোলা বাজারে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন গ্রাম হতে আগত শতাধিক হত দরিদ্র, এতিম, বিধবা, প্রতিবন্ধীদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সংস্থাটির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বাবুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থাটির সদস্য আফজাল হোসেন, বদলগাছী মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও আই টিভির নওগাঁ প্রতিনিধি সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু।

এ বিষয়ে হতদরিদ্র ও বিধবা নারী শিল্পী বেগম জানান, খায়রুল ভাই খুব মানুষ। সে সবসময় হত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র, ইফতার সামগ্রী বিতরণ করে থাকেন। যা একটি মহৎ উদ্যোগ।

সংস্থাটির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বাবু বলেন, ২০০৭ সাল থেকে আমরা এই কার্যক্রম করে আসছি। ভবিষ্যতেও করে যাবো।

বদলগাছী মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও একাত্তর এর নওগাঁ প্রতিনিধি সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু বলেন, খায়রুল ইসলাম বাবু দীর্ঘদিন যাবত এই কার্যক্রম করে আসছেন। নিঃসন্দেহে এটি একটি মহৎ উদ্যোগ। তবে সমাজের বিত্তবানরা এগিয়ে এলে তার এই কাজটি বৃহৎ পরিসরে করা যাবে এবং তার পরিশ্রম সার্থক হবে।

সংস্থাটি নিম্নোক্ত বিষয়গুলো নিয়ে কাজ করে থাকেঃ

হতদরিদ্র প্রতিবন্ধি মেধাবি ছাত্র/ছাত্রীদের মাঝে বিনামূল্যে খাতা, কলম, বই, স্কুলড্রেস, স্কুল ব্যাগ ইত্যাদি বিতরণ। সমাজের অসহায় প্রতিবন্ধিদের মাঝে বিনামূল্যে শীতবর্ষ বিতরণ। সমাজের অসহায় কান্সার, কিডনি, সিরোসিস, হ্রদরোগ, পারালাইজড রোগে আক্রান্ত এই সব ব্যক্তিদের সমাজসেবা অফিসের মাধ্যমে যোগাযোগ করে আর্থিক সাহায্য প্রদান করা। প্রতি বছর অসহায় প্রতিবন্ধি, হতদরিদ্র ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে ইফতার ও দোয়া মাহাফিল আয়োজন করা। ভিক্ষুকদের তালিকা করা। প্রতিবন্ধি ছাত্র/ছাত্রীদের আর্থিকভাবে সহায়তা করা। দুস্থ মহিলা ও প্রতিবন্ধি মহিলাদের সেলাই প্রশিক্ষণ। ২০১৪ খ্রি. সালে বদলগাছী প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠিত করা। (বদলগাছী পুরাতন ব্রীজের পূর্ব পার্শ্বে), বয়স্ক, শিশু ও গণশিক্ষা কার্যক্রম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *