
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
সুন্দরবনের নলিয়ান এলাকা থেকে ১০৬ কেজি হরিণের মাংস ও ফাঁদসহ এক হরিণ শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (২৫ অক্টোবর) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, অভিযান চলাকালে সুন্দরবনের নলিয়ান এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে কোস্ট গার্ড সদস্যরা তল্লাশি চালায়। এ সময় ১০৬ কেজি হরিণের মাংস ও প্রায় ২০০ মিটার দৈর্ঘ্যের হরিণ শিকারের ফাঁদসহ এক শিকারীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত হরিণের মাংস ও ফাঁদ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
