
|| স্পোর্টস ডেস্ক ||
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে দিনের শুরুতেই ২ উইকেট নিয়ে আইরিশদের ২৮৬ রানে গুটিয়ে দিয়েছে টাইগাররা।
আজ বুধবার সিলেট টেস্টের দ্বিতীয় দিন কেবল ১৪ বল টিকেছে আয়ারল্যান্ডের ইনিংস।
আজ বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে মাত্র ১৪ বল টিকতে পারে আয়ারল্যান্ড। আগের দিন ইনিংসের শেষ বলে উইকেট নেওয়া তাইজুল ইসলাম এদিন ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলে ফের উইকেট পান। ম্যাথু হামফ্রেসকে এলবি করেন তিনি। পরের ওভারেই ৬৪ বলে ৩১ রানে থাকা ব্যারি ম্যাকার্থিকে বোল্ড করেন পেসার হাসান মাহমুদ।
বাংলাদেশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান মেহেদী হাসান মিরাজ। এছাড়া ২টি করে উইকেট দখল করেন হাসান মাহমুদ, তাইজুল ও হাসান মুরাদ।
এর আগে প্রথম দিন ৮ উইকেট হারিয়ে ২৭০ রানে দিন শেষ করে আয়ারল্যান্ড। ওপেনার পল স্টার্লিং সর্বোচ্চ ৬০ রান করেন। ৫৯ রান আসে অভিষিক্ত কাডে কারমাইকেলের ব্যাট থেকে।
বাংলাদেশের স্পিনার হাসান মুরাদ অভিষেকে ২টি উইকেট পেয়েছেন।
