সোমবার, জানুয়ারি ২৬

সিরিয়ায় সরকারি বাহিনীর অগ্রযাত্রা ও রাক্কায় এসডিএফ-এর সতর্ক অবস্থান

|| আন্তর্জাতিক ডেস্ক ||

সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলোর তীব্র লড়াইয়ের মাঝে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেশটির সরকারি বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে জোরালো অভিযান শুরু করেছে। সরকারি সেনাদের এই দ্রুত অগ্রযাত্রার মুখে উত্তরাঞ্চলীয় শহর রাক্কায় বড় ধরনের হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতায় রয়েছে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত সবশেষ তথ্যমতে, সিরীয় সরকারি বাহিনী দেশের বিভিন্ন প্রান্তে বিদ্রোহীদের হটিয়ে সম্মুখপানে অগ্রসর হচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ শহরগুলোর সংযোগস্থল এবং প্রধান সড়কগুলোর নিয়ন্ত্রণ নিতে তারা ব্যাপক সামরিক শক্তি প্রয়োগ করছে।

অন্যদিকে, রাক্কা শহরটিকে কেন্দ্র করে এসডিএফ তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। কুর্দি বাহিনী আশঙ্কা করছে, সরকারি বাহিনী যেকোনো মুহূর্তে রাক্কা অভিমুখে তাদের অভিযান শুরু করতে পারে।

লড়াইয়ের তীব্রতা বৃদ্ধির ফলে সিরিয়ার সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচতে হাজার হাজার বেসামরিক নাগরিক নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছাড়ছে। এদিকে সিরিয়ার মিত্র দেশগুলো এবং আন্তর্জাতিক পক্ষগুলো পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে।

বিশ্লেষকরা মনে করছেন, রাক্কা ও এর আশপাশের এলাকাগুলোতে যদি সরাসরি সংঘাত শুরু হয়, তবে তা সিরিয়া সংকটে নতুন এক জটিল মোড় নিতে পারে। এখন পর্যন্ত এই সংঘাত নিরসনে কার্যকর কোনো যুদ্ধবিরতির লক্ষণ দেখা যাচ্ছে না, বরং যুদ্ধের পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *