মঙ্গলবার, ডিসেম্বর ২৩

সিরিয়ায় সরকারি বাহিনী ও এসডিএফের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ২, আহত ১১

|| আন্তর্জাতিক ডেস্ক ||

সিরিয়ার আলেপ্পো শহরে সিরীয় সেনাবাহিনী এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২২ ডিসেম্বর) শহরের শেইখান ও লায়রমুন গোলচত্বর এলাকায় শুরু হওয়া এই সংঘাতের জেরে অন্তত দুইজন নিহত এবং ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সংঘর্ষের বিস্তারিত

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্যানুযায়ী, এই সংঘর্ষে ভারী মেশিনগান ও মর্টার শেল ব্যবহার করা হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, অতর্কিত এই গোলাগুলির মুখে প্রাণভয়ে এলাকা ছেড়ে পালিয়েছে অসংখ্য পরিবার ও স্থানীয় শ্রমিক।

ক্ষয়ক্ষতির বিবরণ:

  • নিহত: ২ জন।
  • আহত: ১১ জন (যার মধ্যে দুই শিশু ও দুই উদ্ধারকর্মী রয়েছেন)।
  • বাস্তুচ্যুত: গোলচত্বর সংলগ্ন এলাকার সাধারণ বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে সরে গেছেন।

পাল্টাপাল্টি অভিযোগ

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার জন্য এসডিএফকে দায়ী করে তাদের ‘বিশ্বাসঘাতক’ হিসেবে অভিহিত করেছে। মন্ত্রণালয় জানায়, আলেপ্পোর শেখ মাকসুদ ও আশরাফিয়াহ এলাকার চেকপোস্টে দায়িত্বরত অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর ওপর এসডিএফ হামলা চালায়।এতে একজন সেনাসহ দুইজন নিরাপত্তা সদস্য আহত হন।

অন্যদিকে, এসডিএফ বেসামরিক এলাকায় হামলার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, সরকারি বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোই প্রথমে উস্কানি দিয়েছে এবং সংঘাতের সূত্রপাত ঘটিয়েছে।

বর্তমান পরিস্থিতি

সিরিয়ান সিভিল ডিফেন্স জানিয়েছে, এসডিএফের গুলিতে তাদের দুইজন উদ্ধারকর্মী আহত হয়েছেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আল-জাজিরা ও রয়টার্সসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সিরিয়ার এই অস্থিরতাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য নতুন হুমকি হিসেবে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *