
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||
সিরাজগঞ্জে ইসলামিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে “সু-স্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়ছে। সোমবার (১৯ মে) সকালে কলেজটির হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্যাম্পেইনে ইসলামিয়া সরকারি কলেজে’র ১১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদেরকে ২টি করে ফলজ বৃক্ষ এবং পুষ্টি প্লেট বিতরণ করা হয়।

কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের বারটান আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জের বাস্তবায়নে এবং ইসলামিয়া সরকারি কলেজের সহযোগিতায় আয়োজিত ক্যাম্পেইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র কলেজে’র নবনিযুক্ত সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর শরীফ- উস- সাঈদ। বিশেষ অতিথি ছিলেন, ইসলামিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন প্রমুখ।
সু-স্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠান পরিচালনাসহ সার্বিক দায়িত্ব ছিলেন, বারটান সিরাজগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আঃ মজিদ।
এ প্রশিক্ষণ সঞ্চালনা করেন, ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট সিরাজগঞ্জ (বারটান) ঊর্ধ্বতন প্রশিক্ষক ও বৈজ্ঞানিক কর্মকর্তা (অঃদাঃ) মোরসালীন জেবিন তুরিন এবং অনুষ্ঠানে দায়িত্বে ছিলেন, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন। এ প্রশিক্ষণে সুস্থ জীবন-যাপনের জন্য ফলিত পুষ্টি, সুষম খাদ্য, নিরাপদ খাদ্য ও জীবন চক্রে পুষ্টিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।