সোমবার, নভেম্বর ২৫

সিরাজগঞ্জে শব্দ দূষণ রোধে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ অধিদপ্তরের সচেতনমূলক কর্মসূচি

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের আয়োজনে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের মাঝে শব্দ দূষণ রোধে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের ডা. এম এম আমজাদ হোসেন অডিটোরিয়ামে এক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. হোসেন রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সপাল ডা. এমদাদুল হক।

এসময় বক্তারা শব্দ দূষণ ও তার প্রতিকারে করণীয় সম্পর্কে সাধাণর ছাত্রছাত্রীদের সচেতন করেন। শব্দ কিভাবে দূষণে পরিনত হয় আর আমরা কিভাবে পরিবেশ দূষণ করে আসছি তারই বর্ননা তুলে ধরেন বক্তারা।

এরআগে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজর ছাত্রছাত্রীদের মধ্যে ‘একমাত্র শব্দ সচেতনতা পারে প্লাস্টিক দূষন রোধ করতে’ এর পক্ষে ও বিপক্ষে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *