শুক্রবার, এপ্রিল ৪

সিরাজগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে প্রকল্প (৮ম পর্যায়) ৫ দফা দাবিতে মানববন্ধন 

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||

সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাস-সহ ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে জেলা প্রশাসকের নিকট  স্মারকলিপি প্রদান করা হয়।

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক -কেয়ারটেকার ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। 

রবিবার (২৩ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের ফিল্ড অফিসার মোঃ হাবিবুল্লাহ এবং সঞ্চালনা করেন, ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ শাহীন সরকার।

মানববন্ধনে বক্তব্য রাখেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ফিল্ড অফিসার, ফিল্ড সুপারভাইজার, মাষ্টার ট্রেইনার, মডেল কেয়ারটেকার, সাধারণ কেয়ারটেকার, কর্মী ও শিক্ষকগণ। উক্ত মানববন্ধনে বক্তারা তাদের ৫ দফা দাবি তুলে ধরেন , 

(১) আউটসোর্সিং বাতিল করতে হবে।
(২) সকল জনবলকে রাজস্ব করতে হবে।
(৩) কর্মী ও কেয়ারটেকারদের স্কেল ভুক্ত করতে হবে। 
(৪) শিক্ষকদের সম্মানী বৃদ্ধি করতে হবে। 
(৫) ঈদের পূর্বে প্রকল্প অনুমোদন করে শিক্ষক ও কেয়ারটেকারসহ সকল জনবলের বকেয়া বেতন ভাতা পরিশোধ করতে হবে। 

এ সময়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-কেয়ারটেকার ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সকলে উপস্থিত ছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *