শনিবার, আগস্ট ২৩

সিরাজগঞ্জে বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু’র মাতা’র ১২তম মৃত্যুবার্ষিকী পালিত

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট, বিএনপি’র নির্বাহী কমিটি’র সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু’র মাতা-মরহুমা বেগম শামসুন্নাহার-এঁর ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে তার বাসভবনে কোরআনখানি ও দোয়াসহ হৈমবালা বালিকা উচ্চবিদ্যালয়ে ছাত্রীদের  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। দুপুরে রহমতগঞ্জ কবরস্থানে কবরজিয়ারত, দোয়া-মোনাজাত করার পর, এতিম শিশু, মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীদের সন্মানে  মধ্যাহৃ ভোজ পরিবেশন  করা হয়। 

মঙ্গলবার (১২আগস্ট)  সকালে সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী হৈমবালা বালিকা উচ্চবিদ্যালয়ে মরহুমা শামসুন্নাহার স্মরণে ছাত্রীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় উদ্বোধন করেন, মরহুমার পুত্র, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট মোঃ  সাইদুর রহমান বাচ্চু।

এসময় হৈমবালা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল হিল ওফি, সিরাজগঞ্জ জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির মিডিয়া সেল-এর সদস্য সচিব এম.দুলাল উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক, সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, সহ- শ্রমবিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থা’র আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ারুল আজিম, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুনায়েদ হোসেন সবুজ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ শাহাদত হোসেন, সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী এস.এম. জুয়েল রানা সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা, ছাত্রীগণ,  সাংবাদিক এবং বিএনপি’র নির্বাহী কমিটি’র সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু’র পরিবারবর্গের সদস্যরা উপস্থিত ছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *