রবিবার, মার্চ ১৬

সিরাজগঞ্জে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি’র ইফতার মাহফিল

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||

সিরাজগঞ্জে পবিত্র মাহে  রমজানের তাৎপর্য ও গুরুত্ব বিষয়ক আলোচনা সভা,  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৫ মার্চ) বিকেলে কুটুম বাড়ি কটেজ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ অফিসার্স কল্যাণ সমিতি’র সিরাজগঞ্জ জেলা শাখা।

উক্ত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ হাছান আলী। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রেজাউর রহমান টিটু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি খোন্দকার তারিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ তারিকুল আজিজ, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ মনছুর আলী। স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মোঃ আব্দুল হাকিম। 

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সিরাজগঞ্জ রেলওয়ে ক্বওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জের সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম খান। 

এসময়ে অনুষ্ঠানে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সকল কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের‌ মাস। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। ইসলামের অন্যতম বিধান জাকাত শুধু দান-সাদকার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি সমাজে অর্থনৈতিক ভারসাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ধনী-গরিবের মাঝে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার জন্য জাকাতের গুরুত্ব অপরিসীম।

রমজান আমাদের সংযম ও ত্যাগের শিক্ষা দেয়। তাই এ মাসে নিজেকে আত্মশুদ্ধির পথে পরিচালিত করা এবং সমাজের দরিদ্র ও অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়ানো প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের দায়িত্ব।

আলোচনা সভার শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *