বুধবার, জুলাই ৩০

সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ 

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||

“সবুজে সাজাই বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে – সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাব’-এর উদ্যোগে রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে- শিশু-কিশোর, কিশোরী, ছাত্রী, শিক্ষক,  সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং রোপন  করা হয়। 
পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিবেশবাদী সংগঠন ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ সিরাজগঞ্জ জেলা শাখা এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি’র আয়োজন করে।

বুধবার (৩০ জুলাই) সকালে সিরাজগঞ্জ পৌরএলাকার  রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বৃক্ষ রোপণ কর্মসূচি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, “বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। প্রকৃতি ও জীবন ক্লাবের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসার যোগ্য।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ  সাইদুর রহমান বাচ্চু। তিনি তার বক্তব্যে বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতার বীজ বপন করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। “আজকের শিশুরাই তো আগামী দিনের ভবিষ্যৎ এবং তাদের হাতেই গড়ে উঠবে সবুজ বাংলাদেশ। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের সবাইকে নিজেদের বাড়ির আঙিনায়, পতিত জমিতে অন্তত একটি করে হলেও গাছ লাগাতে হবে। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৃৃৃতি ও জীবন ক্লাবের সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক ও চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন। এ সময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন খন্দকার, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ  ফজলুল হক,সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর (নন-টেক)  ম্যানেজমেন্ট ও সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মো. মহসীন আলী, সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার  কৃষিবিদ এস. এম. নাসিম হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ হামিদুল ইসলাম, রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোঃ সোলায়মান হোসেন, রাস্তার পাশে পাশে বৃক্ষ ও তালগাছ রোপনকারি মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।  

এছাড়াও প্রকৃতি ও জীবন ক্লাবের কর্মকর্তা, সদস্যরা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ, অত্র স্কুলের  সকল ছাত্রী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

স্কুলের শিক্ষার্থীরা নতুন গাছের চারা হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। তারা জানায়, এখন থেকে তারা নিয়মিত গাছগুলোর যত্ন নেবে এবং তাদের পরিবার ও বন্ধুদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে। গাছের উপকারিতা সম্পর্কে সচেতনতা তাদের মধ্যে গাছ লাগানোর প্রতি এক নতুন দায়িত্ববোধ তৈরি করেছে বলে তারা উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *