সোমবার, আগস্ট ২৫

সিরাজগঞ্জে পরিবহণ ভাড়া নিয়ন্ত্রণে ইউএনও’র অভিযান, চালকদের জরিমানা

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||

ঈদ পরবর্তী সময়ে যাত্রীদের কথা মাথায় রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন ইউএনও অফিয়া সুলতানা কেয়া। রবিবার (৬ মার্চ) সন্ধ্যায় বেলকুচি পৌরসভার মুকুন্দগাঁতী বাজার এলাকায় তিনি এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে তিনি একাধিক যানবাহনের যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সিএনজিসহ বেশ কয়েকটি যানবাহনের চালককে আর্থিক জরিমানা করেন।

অভিযান শেষে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া জানান, ঈদ পরবর্তী সময়ে একটি স্বার্থান্বেষী মহল তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে যানবাহনের ভাড়া অতিরিক্ত আদায় করে থাকে। তাই আজ আমরা মুকুন্দগাঁতী বাজার ও তার আশপাশের এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছি। এসময় যানবাহন ব্যবহারকারীদের কাছ থেকে ওইসব যানবাহন চালক বাড়তি ভাড়া আদায় করেছে। এমন অভিযোগ পেয়ে আমরা তাদের আইনানুসারে জরিমানার আওতায় এনেছি। আমাদের এই কার্যক্রম আগামীতেও পরিচালিত হবে।

অভিযান পরিচালনাকালে সহযোগিতা করে আনসার ও সেনাবাহীর সদস্যবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *