রবিবার, জুলাই ২৭

সিরাজগঞ্জে “নারী কমিশনের সুপারিশমালা ও নারী সমাজের প্রত্যাশা শীর্ষক” গোলটেবিল বৈঠক

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||

সিরাজগঞ্জে “সমঅধিকার নয়, চাই ন্যায্য অধিকার”, এ শ্লোগান নিয়ে- “নারী কমিশনের সুপারিশমালা ও নারী সমাজের প্রত্যাশা শীর্ষক” গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যমুনা আদর্শ নারী সংঘ, সিরাজগঞ্জের আয়োজনে, শুক্রবার (২৩ মে ২০২৫) বিকেলে সিরাজগঞ্জ শহরের মাড়োয়ারি পট্রিস্থ গুডফুড রেস্টুরেন্টে উক্ত গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে যমুনা আদর্শ নারী সংঘ সিরাজগঞ্জের সভানেত্রী আইনজীবী মোছাঃ ইলোরা কাবেরী ইলা-এর  সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন, যমুনা আদর্শ নারী সংঘ সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক ডাঃ রাশিদা বেগম, রাজিয়া সুলতানা, পারভীন খাতুন প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, মাকছুমা খাতুন বৃষ্টি। এ সময় অনুষ্ঠানে পর্দাশীল  আইনজীবী,  চিকিৎসক,  শিক্ষিকা, গৃহিণী, তরুণী ও আদর্শবান নারীরা উপস্থিত ছিলেন।

উক্ত গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, শতকরা ৯০% মুসলিম এই বাংলাদেশে তথাকথিত নারী কমিশনের নারীরা যে সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে, তা নারী সমাজের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য, চরিত্র হরণ করার জন্য এবং মুসলিম আদর্শবান   নারীদের তারা হয়তো কিছুই মনে করেন না। মূলত কোরআন-হাদিস বিরোধী সংস্কার প্রস্তাব জমা দিয়েছে।তারা আরো বলেন, কিছু নারীদের বিপথগামী করার জন্য, যৌনকর্মী বানানোর জন্য, উম্মাদনার জন্য  এ সংস্কার প্রস্তাব। অন্য ধর্মের নারীদের বিপক্ষে এই  সাংঘর্ষিক সংস্কার প্রস্তাব জমা দিয়েছে তারা। আমরা তথাকথিত এই সংস্কার প্রস্তাবকে ঘৃণা করি, এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এসব সাংঘর্ষিক সংস্কার প্রস্তাব আমরা মানি না। তুলে নিন এই প্রস্তাব, নইলে আমরা আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবো।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *