
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||
সিরাজগঞ্জের প্রত্যাশা সাংস্কৃতিক সংসদের উদ্যোগে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে লেখক, শিল্পী সমাবেশ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৮ টায় সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে অবস্থিত গুড ফুট চাইনিজ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য উত্তরবঙ্গের কৃতি সন্তান মাওলানা রফিকুল ইসলাম খান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টর খ ম আব্দুর রাজ্জাক। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ডক্টর কামরুল হাসান, সভাপতি চারুকলা একাডেমি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। আরো উপস্থিত ছিলেন ডক্টর আব্দুস সামাদ কেন্দ্রীয় উপদেষ্টা। মাওলানা শাহিনুর আলম জেলা উপদেষ্টা।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, লেখক-শিল্পী আপনারা যারা আছেন, আমাদের দেশে এরা হচ্ছেন সবচাইতে অবহেলিত মানুষ। সমাজে এদেরকে কোনো মূল্যায়ন করা হয় না। রাষ্ট্রীয়ভাবেও করা হয় না। অথচ আপনারা সমাজের যে বিষয়গুলি মানুষের সামনে তুলে ধরেন সবগুলোই মানুষের চলার পথে মূল্যবান ভূমিকা পালন করে। কিন্তু এমন কিছু লেখক আছেন, যারা সত্যকে আড়াল করে মিথ্যা লেখনীর মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। যার কারণে মানুষ আসল সত্য জানতে পারে না।
তিনি আরও বলেন, আপনাদেরকে কোরআন-হাদিস সামনে রেখে আল্লাহকে ভয় করে চলতে হবে। মনে করতে হবে উপরে একজন আছেন। একদিন আমাদের এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই সত্যকে স্মরণ করে চললে আমাদের উপকার হবে। এরকম বিষয় মানুষের মাঝে তুলে ধরতে হবে, তাহলে ইহকালীন কল্যাণ ও পরকালের মুক্তি।
খান সাহেব আরও বলেন, আজকের এই সুন্দর আয়োজন যারা করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এখানে না আসলে বুঝতেই পারতাম না এত সুন্দর আয়োজন এখানে করা হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহাফেজ।
এরপর কবিতা আবৃত্তি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়।