
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||
সিরাজগঞ্জ পৌরসভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পৌর এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পুষ্টিসেবা অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে বুধবার (১২মার্চ) সকাল ১১ টায় সিরাজগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাই একটি শিশুও যেন বাদ না পরে এজন্য জাতীয় ভিটামিন -এ প্লাস ক্যাম্পেইন সফল করার জন্য সকল স্বাস্থ্যকর্মীকে নির্দেশনা প্রদান করছি”।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমিন, ইসলামিক ফাউন্ডেশনের উপ- পরিচালক মোঃ ফারুক আহাম্মদ ও পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সিরাজগঞ্জ পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এ.কে.এম ফরহাদ হোসাইন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌর নির্বাহী প্রকৌশলী মোঃ নূরনবী সরকার, জেলা মডেল মসজিদের পেশ ইমাম ও খতিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
উক্ত জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আগামী ১৫ মার্চ ২০২৫ খ্রি. শনিবার সিরাজগঞ্জ পৌরসভার ১৫ টি ওয়ার্ডে ১০০ টি কেন্দ্রের মাধ্যমে স্বাস্থ্য বিভাগ ও অন্যান্য সহযোগী সংস্থা’র সহযোগীতায় বাসস্ট্যান্ড, রেল স্টেশনসমূহে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ০৬-১১ মাস বয়সী শিশুদের একটি নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্যাম্পেইনে ০৬-১১ মাস বয়সী ২,৭২৫ জন শিশু এবং ১২-৫৯ মাস বয়সী ২১,৯৮৬ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
ভিটামিন “এ” খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান। তাই সিরাজগঞ্জ পৌরসভার সকল সম্মানিত অভিভাবকদের যথা সময়ে নিকটস্থ টিকাদান কেন্দে উপস্থিত হয়ে আপনার আদরের শিশুকে ভরা পেটে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর জন্যে সিরাজগঞ্জ পৌরসভা প্রশাসনের পক্ষ হতে অনুরোধ করা হয়েছে।