
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||
সিরাজগঞ্জে চামড়া সংরক্ষণ ও বিপণনে স্বচ্ছতা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সমন্বয় নিশ্চিত করতে চামড়া ব্যবসায়ী ও বিভিন্ন মাদ্রাসার মুহতামিমদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন সিরাজগঞ্জের আয়োজনে,
বৃহস্পতিবার (২৯ মে) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাত, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ প্রমুখ।
এসময়ে ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের ফিল্ড অফিসার মো. হাবিবুল্লাহ, ফিল্ড সুপারভাইজার মো. শাহীন সরকার, সিরাজগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. রুহুল আমিন, ও রেলওয়ে মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. নজরুল ইসলামসহ বিভিন্ন মাদ্রাসা মুহতামিমগণ এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
মতবিনিময় সভায় চামড়া ব্যবসায়ী ও সংরক্ষণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, বিশিষ্ট চামড়া ব্যবসায়ী হাসিনুর রহমান হাসি, আজাদ তালুকদার, নামদার আলী প্রমুখ।
সভায় কোরবানী পরবর্তী দ্রুত সময়ের মধ্যে কাঁচা চামড়া’র সুষ্ঠু সংরক্ষণ, সংগ্রহ ও ন্যায্যমূল্য নিশ্চিতকরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ আর্থিক উৎস হিসেবে কোরবানীর চামড়া ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয়ের প্রয়োজনীয়তা রয়েছে।
সভা শেষে চামড়া সংগ্রহ ও সংরক্ষণে নিয়ম অনুযায়ী চলার জন্য সবাইকে আহ্বান জানানো হয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।