
|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। “দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জেলার বেলকুচি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই দিবস পালন করা হয়।
সকালে উপজেলা চত্বরে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে হলরুমে দূর্নীতিবিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান, সহকারী কমিশনার ভুমি ইসরাত জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গোলাম রেজা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আব্দুর রউফ কমল, সাধারন সম্পাদক ডা: আহম্মদ উল্লাহ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল প্রমুখ।
