
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||
সিরাজগঞ্জ সদর উপজেলার রতন গান্ধী ইউনিয়নের কয়েকটি গ্রামে অসময়ে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর একটার দিকে হঠাৎ করেই এই প্রচণ্ড ঝড় হয়।
অসময়ের এই ঝড়ে বাড়িঘরসহ গাছপালা ভেঙে যায় এবং কৃষকের কয়েকশো টিনের ঘর ভেঙে অনেক ক্ষয়ক্ষতি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর একটার দিকে হঠাৎ করেই মানুষ না বোঝার আগেই প্রচণ্ড বেগে এই ঝড় উঠে আসে এবং নির্দিষ্ট জায়গা দিয়ে ক্ষয়ক্ষতি করে চলে যায়। অনেকেই ঘর বাড়ি ভেঙে যাওয়ার কারণে খোলা আকাশের নিচে মানবতার জীবন-যাপন করছে। ভুক্তভোগীরা দ্রুত তাদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবান ও প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।
