
|| বিনোদন ডেস্ক ||
গানের মানুষ ইমন সাহা এবার সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন। বাবা কিংবদন্তি সংগীত পরিচালক ও প্রযোজক সত্য সাহার পথ ধরেই তিনি হেঁটেছেন গত তিন দশক। শ্রোতাদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। এখনও নিয়মিত আছেন গানে। তবে ছোটবেলার স্বপ্ন পূরণে তিনি এ পথে পা বাড়ালেন। তাই গতকাল মঙ্গলবার (১ জুলাই) পরিচালক সমিতিতে নতুন সিনেমার নামও নিবন্ধন করলেন এই সংগীতশিল্পী।
ইমন সাহা বলেন, ‘গতকাল ছিল আমার জীবনের একটি বিশেষ দিন। অনেক ছোট বেলা থেকেই স্বপ্ন ছিল বড় হলে চলচ্চিত্র পরিচালক হব। সময়, সুযোগ, সাহস কোনটাই হয়ে উঠছিল না। অবশেষে অনেক সাহস করে নিজের প্রযোজনা সংস্থা থেকে উদ্যোগ নিলাম চলচ্চিত্র নির্মাণের।’
তিনি জানান, নির্মাতা হিসেবে ইমন সাহার অভিষেক হচ্ছে ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’ সিনেমার মাধ্যমে।
ইমন সাহার কথায়, ‘প্রথমে ভেবেছিলাম স্বল্পদৈর্ঘ্য দিয়ে শুরুটা হোক। পরে ভাবলাম করবই যখন, পূর্ণদৈর্ঘ্যই কেন নয়! তারই সূত্র ধরে গতকাল উপস্থিত হই বাংলাদেশ পরিচালক সমিতির আনুষ্ঠানিক সাক্ষাৎকার পর্বে। পরিচালক হিসেবে আমার নাম নিবন্ধন করতে।’
তিনি আরও বলেন, ‘সমিতির বোর্ডের সকল সদস্য আমাকে যে উচ্ছ্বাস, সম্মান ও ভালোবাসার সাথে স্বাগত জানালেন ও গ্রহণ করলেন, তাতে আমি সত্যিই আবেগ প্রবণ হয়ে পড়ি। সত্যিই এটা আমার জন্য অত্যন্ত সম্মানের ছিল। আমি সব সময় আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার এতটুকু পথচলা, এতটুকু অর্জন চলচ্চিত্র এবং অন্যান্য সকল মিডিয়ার পরিচালক, প্রযোজক, শিল্পী, কলাকুশলী ও সাংবাদিকদের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া কোনদিন সম্ভব হতো না। আমার এ নতুন পথ চলায় আপনাদের সকলের আশীর্বাদ, সহযোগিতা ও ভালবাসা চাই।’
জানা গেছে, ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’র মাধ্যমে ইমন সাহা তুলে ধরবেন একটি মিউজিক্যাল জার্নি। তবে এতে কারা অভিনয় করবেন বা কবে নাগাদ শুটিং শুরু করবেন, সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো তথ্য জানাতে চাইলেন না প্রখ্যাত এই সংগীত পরিচালক।