
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার উন্নয়ন ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি’র খানজাহান আলী রোড শাখার উদ্যোগে খুলনার ৬১ সাউথ সেন্ট্রাল রোডস্থ সিইউসি স্কুলে “স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন ও শিক্ষা উপকরণ বিতরণ” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পরিচালিত এই বিদ্যালয়টি সামাজিক সংগঠন ‘কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি)’ এর তত্ত্বাবধানে পরিচালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইউসি সংগঠনের সভাপতি মোঃ শাহিন হোসেন এবং সঞ্চালনা করেন আরিফা ইসলাম খুকুমনি। ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংকের এভিপি ও অপারেশন ম্যানেজার মিতালী কুন্ডু, সিনিয়র অফিসার শিরীন আক্তার এবং কাস্টমার সার্ভিস অফিসার (ক্যাশ) ফারজানা ইয়াসমিন সোমা।
ব্যাংক প্রতিনিধিরা সুবিধাবঞ্চিত শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিনা খরচে ব্যাংক হিসাব খোলার সুযোগ এবং হিসাব পরিচালনা সংক্রান্ত তথ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিইউসি সংগঠনের সহ-সভাপতি শহীদুল্লাহ শহীদ, সাংগঠনিক সম্পাদক গাজী রাজিবুর রহমান, প্রধান শিক্ষক মোঃ মুজাহিদ হোসেন মিরাজ, সহকারী শিক্ষকবৃন্দ কারীমা আক্তার, মিম আক্তার মনিকা, হাওয়ারিয়া, ঝর্ণা আক্তার, হালিমা আক্তার প্রমুখ।
অনুষ্ঠান শেষে ইউসিবি ব্যাংকের মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ সংগঠনের পক্ষ থেকে ব্যাংক প্রতিনিধিদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয় এবং সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও উন্নত মানের খাবার বিতরণ করা হয়।
সভাপতি মোঃ শাহিন হোসেন বলেন, ‘মানবিক কাজে সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। ইউসিবি ব্যাংক সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তার জন্য আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
ইউসিবি ব্যাংক কর্তৃপক্ষ ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে।
