বুধবার, অক্টোবর ২৯

সিংগাইরে হাফেজ ওবায়দুল্লাহ নামের এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

|| সেলিম মোল্লা | জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা গ্রামের হাফেজ ওবায়দুল্লাহ (৪৫) নামের এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে।

আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে বাস্তা-মধ্য ধল্লা সড়কের মোশারফ ডাক্তার বাড়ির সামনে থেকে ভিকটিমকে উঠিয়ে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ব্যবসার কাজে সাভারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ওবায়দুল্লাহ। পথিমধ্যে আব্দুল আজিজের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল একটি হাইচ মাইক্রোবাসে করে এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। অপহরণের সময় তার কাছে প্রায় দুই লাখ টাকা ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

অভিযুক্ত আব্দুল আজিজ (৫০) ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রহিতপুর গ্রামের মৃত মুনতাজ উদ্দিনের ছেলে।

অভিযোগ রয়েছে, অপহরণের পর আজিজ ভুক্তভোগীর পরিবারের কাছে মোবাইল ফোনে সাত লাখ টাকা ও স্বর্ণালংকার মুক্তিপণ হিসেবে দাবি করেন।

ঘটনার পর অপহৃত ব্যক্তির স্ত্রী হাফিজা বাদী হয়ে আব্দুল আজিজের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করে সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান রতন জানান, “ভোরের দিকে দেখি একটি হাইচ গাড়িতে হাফেজ ওবায়দুল্লাহকে নিয়ে দ্রুত চলে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *