সোমবার, নভেম্বর ৩

সিংগাইরে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষককে লাঞ্ছিত করায় শিক্ষার্থীদের ক্ষোভ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আল রোমানকে শ্রেণিকক্ষে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা।

এ ঘটনার তীব্র প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ দুপুরে শতাধিক শিক্ষার্থী মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ এলাকায় বিক্ষোভ মিছিল বের করে এবং এক পর্যায়ে সড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে স্থানীয় সাদ্দাম হোসেনসহ কয়েকজন বহিরাগত ব্যক্তি শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষক আল রোমানকে মারধর করে ও অপমানজনক আচরণ করে। এ ঘটনায় তারা তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বাস দিলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। পরে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব জেওএম তৌফিক আজম সাংবাদিকদের বলেন, “বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্লাসে ফিরে গেছে। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *