বৃহস্পতিবার, অক্টোবর ৯

সিংগাইরে যাত্রীসেজে চালককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ ||

মানিকগঞ্জের সিংগাইরে ভয়াবহ ছিনতাইয়ের শিকার হয়েছেন এক বাইক রাইডার। যাত্রী সেজে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল ছিনিয়ে নেয়। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ১০:৪০ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় কাইফ এগ্রো’র সামনে এ ঘটনা ঘটে।

আহত বাইক রাইডার কামরুল হাসান (৩৪) পিরোজপুর জেলার নেছারাবাদ থানার সোহাগদল গ্রামের মো. মান্নান মিয়ার ছেলে। তিনি ঢাকায় রাইড শেয়ারিংয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন।

এ ঘটনায় সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কামরুল।

ভুক্তভোগীর অভিযোগে জানা যায়, রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে তিনি মিরপুর-২ থেকে ৬০০ টাকা ভাড়ায় এক অজ্ঞাত যাত্রীকে সিংগাইরের ধল্লা ব্রিজ এলাকায় নিয়ে যাচ্ছিলেন। যাত্রাপথে হেমায়েতপুর পদ্মার মোড়ে পৌঁছালে ওই যাত্রী তার এক সহযোগীকে বাইকে ওঠায়। কিছুক্ষণ পর ফোর্ডনগরে পৌঁছে যাত্রীর হেলমেট মাটিতে পড়ে যায়। বাইক থামানো মাত্রই তারা ধারালো অস্ত্র দিয়ে কামরুলের পিঠে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি (ঢাকা মেট্রো- ল- ৪২-৩৫৩০) ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *