
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ দুই নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার (৩০ নভেম্বর) দুপুরে আটকদের আদালতে পাঠানো হয়।
এর আগে শনিবার (২৯ নভেম্বর) রাত প্রায় ১০টার দিকে চান্দহর ইউনিয়নের চক পালপাড়া এলাকার খেজুরতলা মোড় থেকে এক কেজি গাঁজাসহ পারুল (৫২) কে আটক করা হয়।
এর প্রায় এক ঘণ্টা পর, রাত ১১টার দিকে ঋষিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত আরেক অভিযানে বাছিয়া খাতুন (৪০) নামে আরেক নারীকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি উক্ত এলাকার হারুন মিয়ার স্ত্রী।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ জে. ও. এম তৌফিক আজম গণমাধ্যমকে জানান, “মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই নারীকে মোট দেড় কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।”
মাদকবিরোধী অভিযানে এমন সফলতা অবশ্যই প্রশংসনীয়। মাদকচক্রের মূল উৎস খুঁজে বের করে সমাজ থেকে শেকড় উপড়ে ফেলা জরুরি। একই সঙ্গে সমাজে সচেতনতা বাড়িয়ে মাদক নির্মূলে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।
