
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||
সারাদেশে বিএনপি’র বিরুদ্ধে মিথ্যা অপবাদের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) বাদ আসর সিরাজগঞ্জ শহরের দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু’র নেতৃত্বে মিছিলটি এস এস রোড হয়ে বাজার স্টেশন গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় জেলা ও শহরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে সাইদুর রহমান বাচ্চু বলেন, দেশব্যাপী বিএনপি’র বিরুদ্ধে তথ্য সন্ত্রাসের মাধ্যমে জনবিছিন্ন করার জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু দেশবাসি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ রয়েছে এবং সকল ষড়যন্ত্র নাস্যাৎ করে বিএনপি এগিয়ে যাবে। এরপর সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়।